Saturday, March 18, 2017

একাদশ-দ্বাদশ শ্রেণি বাংলা প্রথম পত্র অপরিচিতা : রবীন্দ্রনাথ ঠাকুর (এইচ.এস.সি)

একাদশ-দ্বাদশ শ্রেণি
 বাংলা প্রথম পত্র অপরিচিতা : রবীন্দ্রনাথ ঠাকুর
বহুনির্বাচনি প্রশ্নোত্তর সাজেশন্স
১. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
ক. ডাক্তারি              খ. ওকালতি 
গ. মাস্টারি              ঘ. ব্যবসা 
২. মামাকে ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলার কারণ, তাঁর-
ক. প্রতিপত্তি খ. প্রভাব 
গ. বিচক্ষণতা ঘ. কুট বুদ্ধি 
নিচের উদ্দীপকটি পড় এবং ৩-৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
পিতৃহীন অভির চাচাই ছিলেন পরিবারের কর্তা। অভি শিক্ষিত হলেও তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না। চাচা তাঁর বিয়ের উদ্যোগ নলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন। অভি মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তাঁর চাচাকে কিছুই বলতে পারেনি। 
৩. অভির চাচার সঙ্গে ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের মিল আছে?
ক. হরিশের খ. মামার   গ. শিক্ষকের ঘ. বিনুর 
৪. উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে-
ক. দঊরাত  খ. হীনম্মনতা 
গ. লোভ ঘ. সবগুলো 
৫. বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
ক. ২২ শ্রাবণ ১৩৬৮ খ. ২৫ বৈশাখ ১৩৪৮ 
গ. ২২ শ্রাবণ ১২৬৮ ঘ. ২২ শ্রাবণ ১৩৪৮ 
৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ্য কোনটি?
ক. সোনার তরী খ. বনফুল 
গ. বলাকা         ঘ. মানসী 
৭. ‘বাপের এক মেয়ে যে বড়ো আদরের মেয়ে’- এখানে কার কথা বোঝানো হয়েছে?
ক. বিলাসী   খ. নিরুপমা   গ. কল্যাণী   ঘ. জয়া 
৮. ‘অপরিচিতা’ কী ধরনের সাহিত্যকর্ম?
ক. ছোটগল্প খ. উপন্যাস   গ. নাটক       ঘ. কবিতা 
৯. ‘অপরিচিতা গল্পটি প্রকাশিত হয়-
ক. বঙ্গদর্শনে, ১৩২১ বঙ্গাব্দে 
খ. ভারতীতে, ১৯১৬ খ্রিস্টাব্দে 
গ. সবুজপত্রে, ১৯১৩ খ্রিস্টাব্দে 
ঘ. সবুজপত্রে, ১৯১৪ খ্রিস্টাব্দে 
১০. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্যগ্রন্থ খ. উপন্যাস 
গ. নাট্যগ্রন্থ ঘ. প্রবন্ধ গ্রন্থ 
১১. ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশি হয় কোন পত্রিকায়?
ক. প্রগতি খ. পরিচয় 
গ. সবুজপত্র ঘ. শিখা 
১২. আংটিতে, হারেতে আর জহরতে কার শরীর গহনার দোকান নিলামে উঠেছে বলে মনে হচ্ছিল?
ক. অনুপম খ. কল্যাণী 
গ. দেবব্রত ঘ. অমিত 
১৩. ‘বিবাহ ভাঙার পর সীমা গরিবদের সাহায্য করার ব্রত নিয়েছেন’-‘অপরিচিতা’ গল্প্রে নায়িকা অনুরূপ কোন ব্রত নিয়েছিল?
ক. মেয়েদের শিক্ষার খ. নদী রক্ষার 
গ. এতিমদের সেবার ঘ. বয়স্কদের সেবার 
১৪. বিয়ের কথা যখন ঠিক হয় তখন কল্যাণীর বয়স কত ছিল?
ক. ১৮ বছর খ. ১৫ বছর 
গ. ২০ বছর ঘ. ১৬ বছর 
১৫. ‘অপরিচিতা’ গল্পের বিশেষ দিক কোনটি?
ক. নারীর সঠিক মূল্যায়ন খ. পুরুষতন্ত্রের অসারতা 
গ. নারীশিক্ষার প্রসার         ঘ. নারীর ব্যক্তিত্বের জাগরণ 
১৬. ‘আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না’ – ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেন বাক্যটি দ্বারা বরযাত্রীদের কী বুঝিয়েছেন?
ক. বিয়ে ভেঙে দেওয়া
খ. দ্রুত বিয়ের কাজ সেরে ফেলা 
গ. সৌজন্যমূলক ক্ষমা প্রার্থনা
ঘ. দ্রুত লেনদেন মিটিয়ে ফেলা 
১৭. বিষয় ও আঙ্গিকগত বিচারে রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কোন জাতীয় রচনার অন্তর্গত?
ক. গল্প খ. উপন্যাস 
গ. পুত্রকাব্য ঘ. প্রবন্ধ 
১৮. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্পের নাম কী?
ক. ভিখারিনী খ. অপরিচিতা 
গ. রবিবার         ঘ. হৈমন্তী 
১৯. ‘গল্পগুচ্ছ’তে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গল্প সংকলিত হয়েছে?
ক. ৮৫টি     খ. ৯০টি    গ. ৯৫টি     ঘ. ১০০টি 
২০. বিয়ের আসর থেকে বরযাত্রীদের প্রস্থান পালাকে অনুপম কীসের সাথে তুলনা করেছে?
ক. দক্ষযজ্ঞের পালা খ. নকুল-সহদেবের পালা 
গ. রাম-রাবণের পালা ঘ. সুর-অনুসরের পালা 
২১. মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুর এসেছে কেন?
ক. চাকরি করতে                 খ. পড়ালেখা করতে 
গ. কল্যাণীর সাথে দেখা করতে ঘ. ক্ষমা চাইতে 
২২. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘অপরিচিতা’ গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?
ক. কন্যার পিতা গরিব বলে
খ. যৌতুক দিতে না পারায় 
গ. মামার হীন ব্যবহার 
ঘ. শম্ভুনাথ বাবুর অনিচ্ছায় 
২৩. ‘অর্থলোভ ত্যাগ করে মানবিক ও উদার হতে হবে।’- এ মর্মকথা ‘অপরিচিতা’ গল্পের কোন চরিত্রের ক্ষেত্রে উপদেশমূলক?
ক. অনুপম                         খ. হরিশ 
গ. কল্যাণী                         ঘ. অনুপমের মামা 
২৪. রেলওয়ে কর্মচারীর সাথে কল্যাণীর তর্কের মধ্য দিয়ে চিরাচরিত নারী চরিত্রের বিপরীত কোন দিকটি ফুটে উঠেছে?
ক. শারীরিক অক্ষমতা
খ. অধিকার সম্পর্কে সচেনতা 
গ. উচ্চ শিক্ষায় আসীন হওয়া 
ঘ. যৌতুক প্রথার কুফল বর্ণনা 
২৫. অত্যন্ত আঁট ভাষার বক্তা কে?
ক. হরিশ খ. বিনুদাদা 
গ. অনুপমের মামা ঘ. শম্ভুনাথ 
২৬. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
ক. বাবা খ. মামা     গ. মা ঘ. শিক্ষক
২৭. ‘মকরমুখা’ কী?
ক. নূপুর     খ. আংটি       
গ. লকেট         ঘ. বালা 
২৮. ‘আপনারা আমাদের গাড়িতে আসুন না’- এখানে জায়গা আছে- উক্তিটি কার?
ক. কল্যাণীর খ. সুরমার 
গ. কাদম্বিনীর ঘ. বিনোদিনীর 
২৯. গল্পকথকের সাতাশ বছরের জীবনটা বড় নয়-
র. দৈর্ঘ্যের হিসেবে
. গুণের হিসেবে 
ররর. তাত্‌পর্যের হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. র,রর   খ. র,ররর     গ. রর,ররর ঘ. র,রর,ররর
৩০. ‘অপরিচিতা’ গল্পে ‘ফলের মতো গুটি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ফলের মতো সুন্দর জীবন খ. নিষ্ফল জীবন 
গ. সার্থক জীবন ঘ. সতেজ জীবন
৩১. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
ক. বিনু খ. হরিশ 
গ. প্রতাপ ঘ. অর্পণ 
৩২. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী ছিল?
ক. বিএ পাস খ. এমএ পাস 
গ. বিএসসি পাস ঘ. এমএসসি পাস 
৩৩. ‘আমি মাথা হেঁট করিয়া চুপ করিয়া রহিলাম’-উক্তিটি থেকে বোঝা যায় অনুপম-
র. বিবেকবোধহীন 
রর. মেরুদন্ডহীন 
ররর. ব্যক্তিত্বহীন 
নিচের কোনটি সঠিক?
ক. র,রর   খ. র,ররর     গ. রর,ররর ঘ. র,রর,ররর
৩৪. ‘অপরিচিতা’ গল্পে কোন সময় অনুপম বিনু দাদা বাড়িতে যেত?
ক. সন্ধ্যায় খ. রাতে 
গ. দুপুরে ঘ. বিকালে 
৩৫. ‘চন্দ্র রিতুর কন্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল’-চন্দ্রের সাথে ‘অপরিচিতা’ গল্পে কার সাদৃশ্য রয়েছে?
ক. হরিশের খ. বিনুর 
গ. শম্ভুনাথের ঘ. অনুপমের 
৩৬. ‘অপরিচিতা’ গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে?
ক. আটাশ বছর খ. ছাব্বিশ বছর 
গ. সাতাশ বছর ঘ. পঁচিশ বছর 
৩৭. ‘অপরিচিতা’ গল্পে সরস রসনার গুণ আছে কার?
ক. বিনুর খ. অনুপমের 
গ. হরিশের ঘ. অনুপমের মামার 
৩৮. স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল?
ক. ব্যাগ খ. বই 
গ. চশমা ঘ. ক্যামেরা 
৩৯. অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারল না?
ক. মায়ের ভয়ে খ. লোকলজ্জার ভয়ে 
গ. সাহস নেই বলে ঘ. মামার ভয়ে 
৪০. কল্যাণী কোন স্টেশনে নেমে গেল?
ক. বনগাঁ খ. শিয়ালদয় 
গ. কানপুর ঘ. হাওড়া 

19 comments:

  1. Replies
    1. ২৩ এর সঠিক উত্তর কি? একটা বইয়ে পাইলাম অনুপম

      Delete
    2. না, অনুপম হবে না। অনুপমের মামা, কারণ তিনি একজন অর্থলোভী মানুষ তাই এজন্য উপরিউক্ত কথাটি তার জন্য উপদেশমূলক।

      Delete
  2. আট নাম্বার প্রশ্নের উত্তর কি হবে

    ReplyDelete
  3. 31 answer kie hoba kaw bolben

    ReplyDelete
  4. ২,৪নামবার প্রশনের উত্তর কি

    ReplyDelete
    Replies
    1. ২নং হচ্ছে প্রভাব। ৪নং হচ্ছে হীনম্মন্যতা ও লোভ।(এখানে দৌরাত্ম্য অর্থ হচ্ছে অত্যাচার)

      Delete
  5. ১৫ এর উত্তর কি?

    ReplyDelete

Featured Post

English 2nd paper suggestion 2019 | CLASS 9 & SSC Paragraph Tree Plantation

Paragraph  Tree Plantation  | CLASS 9 & SSC English English 2nd paper  suggestion 2019  |  CLASS 9  & SSC  Paragraph    Tree...