Friday, March 17, 2017

2017 Class One Subject Bangla প্রথম শ্রেনী বাংলা সাজেশনস ও মডেল প্রশ্ন

2017
Class: One
Subject: Bangla

http://educarebdonline.blogspot.com/

১। শব্দার্থ লিখ:
বাদল = বৃষ্টি সপ্তাহ = সাতদিন
বুনি = বুনন করি সুন্দর = ভালো
বেলা = সময় হাঁক = চিৎকার
টলটলে = পরিস্কার সকল  সবাই
মুক্তিযুদ্ধ = দেশকে স্বাধীন করার লড়াই ঢালু = নিচু
মোদের = আমাদের মুগ্ধ = বিভোর
কন্ঠ = গলা বৃষ = ষাঢ়
অনুষ্ঠান = আয়জন তৃণ = ঘাস
মমতা = মায়া সৈকত = সমুদ্রের তীর
মিষ্টি = মিঠা দুল = কানের গহনা
২। বাক্য গঠনঃ
ফুল = গোলাপ ফুল খুব সুন্দর।
সবুজ = ঘাসের রঙ সবুজ।
পশু = বাঘ আমদের জাতীয় পশু।
রং = জবা য়ুলের রং লাল।
সূর্য = পুব আকাশে সকালে সূর্য ওঠে।
ছুটি = আজ অমাদের ছুটি।
নেতা = বঙ্গবন্ধু আমাদের মহান নেতা।
বাংলাদেশ = আমাদের দেশের নাম বাংলাদেশ।
ইলিশ = মাছের রাজা ইলিশ।
নদী = মেঘনা আমাদের নদী।
সেলাই = সুচ দিয়ে সেলাই করি।
শিকার = ধনুক দিয়ে শিকার করি।
পিঁপড়ে = পিঁপড়ে শিকারির পায়ে কামড় দিল।
দানব = পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো।
পতাকা = স্বাধীন দেশে উড়ল লাল সবুজের পতাকা।

৩। শূন্যস্থান পূরণ করঃ উত্তরঃ
ক। সাদা শিউলি ফুলের বোঁটা ...................... রঙ্গের। উত্তর ঃ কমলা
খ। বাগানের পাশে মাঠ জুড়ে ...................... খেত। উত্তর ঃ সরষে
গ। মা পাখিটা ...................... আদর করল। উত্তর ঃ বাচ্চাদের
ঘ। ...................... পড়ার টেবিল সাজাই। উত্তর ঃ শনিবার
ঙ। শুক্রবার ...................... দিন। উত্তর ঃ ছুটির দিন
চ। পিঁপড়ের খুব ...................... পেল। উত্তর ঃ পিপাসা
ছ। গাছের ডালে ছিল একটি ......................। উত্তর ঃ ঘুঘু
জ। পিঁপড়ে ...................... বেচে গেল। উত্তর ঃ প্রাণে
ঝ। বাগানে ...................... গাছ লাগাবো। উত্তর ঃ নতুন
ঞ। পিঁপড়ে ...................... গায়ে কামড় দিল। উত্তর ঃ শিকারির
ট। ...................... গাছ আমাদের জাতীয় গাছ। উত্তর ঃ আম
ঠ। ...................... আমাদের জাতীয় পাখি। উত্তর ঃ দোয়েল
৩। কবিতা ঃ
ক। ছুটি খ। ভোর হলো
৪। প্রশ্নের উত্তর দাও ঃ
ক। বাগানের পাশে কীশের ঝোপ?
খ। ঘুঘু পিঁপড়েকে কিভাবে বাচালো?
গ। কে শিকারির পায়ে কামড় দিল?
ঘ। গাছ আমাদের কি কি দেয়?
ঙ। কে মুক্তিযোদ্ধের ডাক দিল?
চ। খেলায় কয়টি দল আছে?
ছ। ঘুঘু কার বন্ধু হলো?
জ। আমাদের জাতীয় ফল কী?
ঝ। কয় মাস যুদ্ধ চলল?
ঞ। লোকটি তার ভুল কীভাবে বুঝলো?
ট। পাখির বাসায় কয়টি ছানা ছিল?
ঠ। ভোর হরো কবিতার লেখকের নাম কী?
ড। শুভুর দাদি কি করবেন?
ঢ। রুবির কয়টি বাগান ছিল?
ণ। শিউলি ফুলের রঙ কেমন?


উত্তর ঃ
ক। বাগানের পাশে জবা ফুলের ঝোপ।
খ। ঘুঘু পানিতে পাতা ফেলে পিঁপড়ে কে বাচাঁলো।
গ। পিঁপড়ে শিকারির পায়ে কামড় দিল।
ঘ। গাছ আমাদের ফুল, ফল ও চারা দেয়।
ঙ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধের ডাক দেন।
চ। খেলায় দুটি দল আছে।
ছ। ঘুঘু পিঁপড়ের বন্ধু হয়।
জ। আমাদের জাতীয় ফল কাঠাঁল।
ঝ। নয় মাস যুদ্ধ ছলল।
ঞ। নবীজির কথা মতে কাজ করে লোকটি তার ভুল বুঝলো।
ট। পাখির বাসায় দুইটি ছানা চিল।
ঠ। ভোর হলো কবিতার লেখক কাজী নজরুল ইসলাম।
ড। শুভুর দাদি সেলাই করবেন।
ঢ। রুবির দুইটি বাগান ছিল।
ণ। শিউলি ফুলের রঙ সাদা।
৬। ব্যাকরণ ঃ
ক। পুরুষ কাকে বলে?
খ। উত্তম পুরুষ কাকে বলে?
গ। মধ্যম পুরুষ কাকে বলে?
ঘ। সন্ধি কাকে বলে?
ঙ। সন্ধি কত প্রকার ও কি কি?
চ। স্বরসন্ধি কাকে বলে?
ছ। ব্যঞ্জনসন্ধি কাকে বলে?
ঝ। নাম পুরুষ কাকে বলে?
৭। বিপরীত শব্দ ঃ
  অন্তর         বাহির আকাশ         পাতাল
অমৃত         গরল আরম্ভ         শেষ
অর্থ         অনর্থ আচার         অনাচার
অনুকূল       প্রতিকূল আদর         অনাদর
অগ্র       পশ্চাৎ কোমল         কঠিন
অনন্ত          সান্ত টক         মিষ্টি
আসা         যাওয়া চোর       সাধু
আসল        নকল আয়         ব্যয়
আশা       নিরাশা আমদানি     রপ্তানি
আয়         ব্যয় উপকার     অপকার
৮। এক বচনের বহু বচন লেখ ঃ
শিশু         শিশুরা মাছ         মাছগুলো
জেলে         জেলেরা বই        বইগুলো
তুমি         তোমরা রাখাল        রাখালেরা
ও         ওরা মাছ         কত মাছ
সে       তারা গরু         গরুগুলো
গরু         গরুগুলো এটা         এগুলো
ছাত্র         ছাত্ররা জেলে       জেলেরা
৮। এক কথায় প্রকাশ ঃ
যে কোন বাধা মানে না। = বেপরোয়া
বাধা দেওয়ার সময়। = পিরিমুড
স্বাধীনতার প্রতীক। = পতাকা
যিনি বিচার করেন। = বিচারক
যা করা উচিত। = কর্তব্য
আপন হয়ে কাছে থাকে। = বন্ধু
অহঙ্কার নেই যার। = নিরহঙ্কার
অন্যের অধীন নয়। = স্বাধীন
আদরের অভাব। = অনাদর
উপায় নেই যার। = নিরুপায়
৯। রচনা ঃ
ক। বিড়াল   খ। ধান




No comments:

Post a Comment

Featured Post

English 2nd paper suggestion 2019 | CLASS 9 & SSC Paragraph Tree Plantation

Paragraph  Tree Plantation  | CLASS 9 & SSC English English 2nd paper  suggestion 2019  |  CLASS 9  & SSC  Paragraph    Tree...