Tuesday, March 21, 2017

এস এস সি বাংলা প্রথম পত্র প্রথম পালামৌ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়

এস এস সি 
বাংলা প্রথম পত্র (গদ্য) প্রথম অধ্যায়ঃপালামৌ    


১। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বিশেষভাবে কোন দেশীয় সাহিত্যে পান্ডিত্য অর্জন করেন?
(ক) ফরাসি (খ) পর্তুগিজ
(গ) ইংরেজি (ঘ) জাপানি
২। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৮৩১ সালে (খ) ১৮৩২ সালে
(গ) ১৮৩৩ সালে (ঘ) ১৮৩৪ সালে
৩। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
(ক) মাধবীলতা (খ) দামিনী
(গ) জালপ্রতাপ চাঁদ (ঘ) পালামৌ
৪। পালামৌ কোথায় অবস্থিত?
(ক) বিহারে (খ) উড়িষ্যায়
(গ) বর্ধমানে (ঘ) আরাকানে
৫। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে পালামৌ এর বৃত্তান্ত লিখতে অনুরোধ করেন কে?
(ক) প্রকাশক (খ) বন্ধুবান্ধব
(গ) সম্পাদক (ঘ) আত্মীয়জন
৬। ‘গল্প করা এ বয়সের রোগ’ এখানে বৃদ্ধের কোন বৈশিষ্ট্যকে বোঝানো হয়েছে?
(ক) বদ অভ্যাস (খ) বয়সের বাতিক
(গ) বাচালতা (ঘ) পান্ডিত্য
৭। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্বে দেখা বনগুলো বর্তমানে তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী কেমন বলে উল্লেখ করেছেন?
(ক) নির্জন (খ) প্রস্তরময়
(গ) কণ্টকাকীর্ণ (ঘ) কুসুমিত
৮। কারা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে পয়সা ভিক্ষে চেয়েছিল?
(ক) ভিক্ষুকেরা (খ) আশ্রয়হীনেরা
(গ) কুলিদের বাচ্চারা (ঘ) ছিন্নমূলেরা
৯। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে পয়সাপ্রার্থী শিশুটির বয়স কত ছিল?
(ক) দুই বছর (খ) দেড় বছর
(গ) আড়াই বছর (ঘ) তিন বছর
১০। কখন একটি সুন্দর পর্বতের পাশ দিয়ে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের গাড়ি যাচ্ছিল?
(ক) অপরাহ্নে (খ) প্রত্যুষে
(গ) সন্ধ্যাবেলা (ঘ) দ্বিপ্রহরে
১১। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কখন হাজারিবাগ পৌঁছেছিলেন?
(ক) সায়াহ্নে (খ) পূর্বাহ্নে
(গ) প্রত্যুষে (ঘ) দ্বিপ্রহরে
১২। লেখককে অভ্যর্থনা জানাতে আসা বাড়ির কর্তার বয়স কত ছিল?
(ক) ষাট অতিক্রান্ত (খ) ষাটের কাছাকাছি
(গ) পঞ্চাশ অতিক্রান্ত (ঘ) পঞ্চাশের কম
১৩। বড় বড় বিষয় দেখার যোগ্যতা যাদের তাদেরও দৃষ্টি এড়িয়ে যায় কোনটি?
(ক) গুরুত্বপূর্ণ বিষয় (খ) তুচ্ছ বিষয়
(গ) সূক্ষ্ম বিষয় (ঘ) গুরুত্বহীন বিষয়
১৪। পালামৌ নিকটতম উল্লেখযোগ্য স্থান কোনটি?
(ক) পুরী (খ) রানিগঞ্জ
(গ) আসানসোল (ঘ) রাঁচি
১৫। একশিলা পাহাড় কিসের ওপর বৃহৎ অশ্বথ গাছটি জন্মেছিল?
(ক) ফাটল (খ) মৃত্তিকা
(গ) বালু (ঘ) নদী
১৬। ‘ইহার নিকট নীরস পাষাণেরও নিস্তার নাই’।-সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় উক্তিটি কার সম্পর্কে করেছেন?
(ক) একশিলা পাহাড় (খ) বরাকর নদী
(গ) কাষ্ঠঘণ্টা (ঘ) অশ্বত্থ বৃক্ষ
১৭। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় অপরাহ্নে পালামৌতে প্রবেশ করে পর্বতশ্রেণি দেখতে দেখতে কোথায় গিয়েছিলেন?
(ক) নদীর তীরে (খ) পাহাড়ের গুহায়
(গ) বনমধ্যে (ঘ) নিজ গৃহে
১৮। দুর্গম ও অচ্ছেদ্য ছিল বলে পালামৌর বনগুলোকে লেখকের কী মনে হয়েছিল?
(ক) অপূর্ব (খ) ভয়ানক
(গ) চমৎকার (ঘ) বিশ্রী
১৯। বনপরবর্তী ক্ষুদ্র প্রান্তরে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কী বৃক্ষ দেখতে পেলেন?
(ক) কদম্ব (খ) শাল
(গ) তমাল (ঘ) মৌয়া
২০। কোল যুবতীরা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়কে দেখার জন্যে কীভাবে দাঁড়াল?
(ক) লাইন ধরে (খ) পরস্পর হাত ধরে
(গ) পরস্পর কাঁধ ধরে (ঘ) এলোমেলোভাবে
২১। ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কী বোঝাতে কোলদের সম্পর্কে এই মন্তব্যটি করেছেন?
(ক) কোলদের স্বভাব (খ) কোলদের আচরণ
(গ) কোলদের নিবাসস্থল (ঘ) কোলদের সৌন্দার্য
২২। ‘পরিশ্রমে সুখ আনে, আলস্যে আনে দুঃখ।’ এ কথা কাদের জন্য প্রযোজ্য?
(ক) কোল যুবকদের (খ) কোল পুরুষদের
(গ) কোল নারীদের (ঘ) কোল যুবতীদের
২৩। কোল নারীরা কীরকম পরিশ্রম করতে পারে?
(ক) অতি অল্প (খ) অতি মাত্রায়
(গ) অল্প (ঘ) মোটামুটি
২৪। বাঘ হত্যায় গমনোদ্যত যুবা কোন গোত্রের লোক ছিল?
(ক) কৈবর্ত (খ) শূদ্র
(গ) বৈশ্য (ঘ) ব্রাহ্মণ
২৫। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় নিজেকে কীরকম স্বভাবের লোক বলেছেন?
(ক) ভীরু (খ) সাহসী
(গ) কদাচারী (ঘ) অহংকারী
২৬। বাঘ সম্পর্কে কোন ব্যাপারটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে কাজ করত না?
(ক) কৌতুহল (খ) হিং¯্রতা
(গ) ভয় (ঘ) আগ্রহ
২৭। সভ্যতার ধারাবাহিকতায় কোনটি কমে আসে বলে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় মনে করেছেন?
(ক) নীতিবোধ (খ) সততা
(গ) সাহস (ঘ) কদাচার
২৮। যে কোল রমনী লেখককে রাতে নাচ দেখার আমন্ত্রণ জানিয়েছিল তার মাথায় কী ছিল?
(ক) শস্যের ঝাঁপি (খ) ঘাসের আঁটি
(গ) দুধের হাঁড়ি (ঘ) পূর্ণ কলস
২৯। ‘পালামৌ’ রচনায় কারা খোঁপা বেঁধেছে?
(ক) কোল বৃদ্ধরা (খ) কোল বৃদ্ধারা
(গ) কোল যুবারা (ঘ) কোল যুবতীরা
৩০। অনুষ্ঠানে গিয়ে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কোল বৃদ্ধদের কী অবস্থায় বসে থাকতে দেখলেন?
(ক) উদ্দীপিত (খ) অসহিষ্ণু
(গ) বিষন্ন (ঘ) জড়বৎ
৩১। হাস্য উপহাস্য শেষ হলে কোলদের অনুষ্ঠানে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কী দেখতে পেলেন?
(ক) নাচ (খ) গান
(গ) নাটক (ঘ) খেলা
৩২। ‘সকলেই আহ্লাদে পরিপূর্ণ, আহ্লাদে চঞ্চল।’ উক্তিটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় কাদের সম্পর্কে করেছেন?
(ক) কোল বালক (খ) কোল কিশোরী
(গ) কোল যুবক (ঘ) কোল যুবতী
৩৩। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যখন কোলদের নৃত্য দেখেছিলেন তখন কোন ঋতু ছিল?
(ক) শীত (খ) বসন্ত
(গ) হেমন্ত (ঘ) গ্রীষ্ম
৩৪। ক্ষুদ্র প্রান্তরে দেখা কোলবালকদের যে বৈশিষ্ট্য সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের নজরে পড়ল-
র. বালকদের কর্ণে বনফুল
রর.অতিমাত্রার কৃষ্ণবর্ণ ররর.পাথুরে শরীর
নিচের কোনটি সঠিক?
(ক) র ও  রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৩৫। কোল নারীদের অত্যাধিক হাসির শব্দ শুনে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় যা অনুভব করতে পারলেন-
র. কোল সম্প্রদায়ে যুবকদের অবস্থান
রর.কোল সম্প্রদায়ে নারীদের শ্রেষ্ঠত্ব
ররর.কোল সম্প্রদায়ের আচার-অনুষ্ঠান
নিচের কোনটি সঠিক?
(ক) র ও  রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও:
জামান বাবার সাথে সিলেটের জাফলং যাচ্ছিল। রাস্তা থেকে পাহাড়ের সৌন্দর্য দেখে গাড়ি থামাতে বলে। তারপর নেমে সেদিকে দৌড়াতে শুরু করে। বাবা বোঝাতে চায় ঐ পাহাড় অনেক দূর কিন্তু জামান তা কিছুতেই বিশ্বাস করতে চায় না।
৩৬। উদ্দীপকের জামান ‘পালামৌ’ রচনার যার সাথে সাদৃশ্যপূর্ণ-
(ক) লেখক (খ) গাড়ওয়ান
(গ) বঙ্গবাসী (ঘ) প্রতিবেশীর
৩৭। উভয়ের মধ্যে যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে-
(ক) নির্বুদ্ধিতা (খ) ভ্রম
(গ) একগুঁয়েমি (ঘ) সাহস
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
মানিক শাহ সৎ এবং সফল প্রশংসিত মুদি ব্যবসায়ী। বিশাল ব্যবসা সামলাতে গিয়ে অনেক বড় বড় কাজ করতে হয় তাঁকে। প্রতিটা টাকা তিনি খরচ করেন কঠোর হিসেব করে অথচ তিনি মানুষের প্রতি মুক্তহস্ত।
৩৮। মানিক শাহ ‘পালামৌ’ কাহিনির কার সঙ্গে তুল্য?
(ক) গল্পের লেখক (খ) ছেলেদের গৃহশিক্ষক
(গ) অতিথি আপ্যায়নকারী (ঘ) ব্রাহ্মণ যুবক
৩৯। নিচের কোন গুণটির জন্য মানিক শাহ ‘পালামৌ’ গল্পের লেখকের মতে প্রশংসিত হতে পারেন.
(ক) কাজের প্রতি সততা (খ) অত্যধিক সূক্ষ্মদর্শিতা
(গ) অর্থের সাশ্রয়ে মনোযোগিতা (ঘ) মানুষের প্রতি উদারতা
৪০। ‘রম্ভা শব্দের অর্থ কী?
(ক) কলা (খ) বেগুন
(গ) আঙ্গুর (ঘ) জাম


উত্তর পত্র
১-গ ২-ঘ ৩-ঘ ৪-ক ৫-খ ৬-গ ৭-গ ৮-গ ৯-ক ১০-ক
১১-ঘ ১২-গ ১৩-গ ১৪-ঘ ১৫-ক১৬-খ ১৭-গ ১৮-খ ১৯-ঘ ২০-গ
২১-ঘ ২২-গ ২৩-খ২৪-ঘ ২৫-ক২৬-গ ২৭-গ২৮-ঘ ২৯-গ ৩০-ঘ
৩১-ক৩২-ঘ ৩৩-গ৩৪-ঘ ৩৫-ক৩৬-ক৩৭-খ৩৮-গ ৩৯-খ৪০-ক




No comments:

Post a Comment

Featured Post

English 2nd paper suggestion 2019 | CLASS 9 & SSC Paragraph Tree Plantation

Paragraph  Tree Plantation  | CLASS 9 & SSC English English 2nd paper  suggestion 2019  |  CLASS 9  & SSC  Paragraph    Tree...