Monday, April 3, 2017

জেএসসি / জেডিসি পরীক্ষায় বাদ পড়লো ৫ বিষয় || শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারুকলা

জেএসসি / জেডিসি  পরীক্ষায় বাদ পড়লো ৫ বিষয় || শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারুকলা
আপডেট খবরঃ
জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১৩টি বিষয়ের পরিবর্তে ১০টি বিষয়ের ওপর পরীক্ষা নেয়া হবে। অর্থাৎ তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিষয়গুলো হচ্ছে- চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা। তবে এসব বিষয়ে শ্রেণি কক্ষে মূল্যায়ন করা হবে। বুধবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

নোটিশ: মানবন্টন ও মান যাচাই পদ্ধতি
জেএসসি/জেডিসি পরীক্ষায় শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারুকলা বিষয়ে শিক্ষার্থীর মান যাচাই (ছবি):

No comments:

Post a Comment

Featured Post

English 2nd paper suggestion 2019 | CLASS 9 & SSC Paragraph Tree Plantation

Paragraph  Tree Plantation  | CLASS 9 & SSC English English 2nd paper  suggestion 2019  |  CLASS 9  & SSC  Paragraph    Tree...